Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

এখানে দেখুন! আল্লাহ পাক কাকে ছাড়েননি? বললেন: کَ, হে মাহবুব! আপনাকে ছাড়েননি আর আল্লাহ পাক কার উপর অসন্তুষ্ট হননি? আয়াতে তার উল্লেখ নেই তাই এখন আয়াতের অর্থ শুধু এটা হবে না যে, 'হে প্রিয় হাবীব! আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হননি', বরং অর্থ হবে: 'আল্লাহ পাক অসন্তুষ্ট হননি' কার উপর অসন্তুষ্ট হননি? ইমাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাযী বলেন: মানে হলো, ó হে প্রিয় মাহবুব! আল্লাহ পাক আপনার উপরও অসন্তুষ্ট হননি ó আপনার সাহাবায়ে কেরামের উপরও অসন্তুষ্ট হননি এবং ó কিয়ামত পর্যন্ত যে সৌভাগ্যবান ব্যক্তি আপনার সত্যিকারের গোলামী অবলম্বন করবে, আপনাকে সত্যিকারের ভালবাসবে, আপনার ওসিলায় আল্লাহ পাক তার উপরও অসন্তুষ্ট হবেন না (তাফসীরে কবীর, পারা: ৩০, সূরা দুহা, আয়াতের পাদটীকা: , খন্ড: ১১, পৃ: ১৯২)

! سُبْحَانَ الله এটাও আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাহবুবীয়াতের শান যে, তিনি নিজে তো আল্লাহ পাকের মাহবুব বটেই, এর সাথে সাথে আল্লাহ করীম তাঁকে এই শানও দান করেছেন যে, যে সৌভাগ্যবান ব্যক্তি তাঁর রহমতের আঁচলে আশ্রয় নেয়, তাঁর সত্যিকারের গোলামী অবলম্বন করে, আল্লাহ পাক তাকেও নিজের সন্তুষ্টির নিয়ামত দান করেন মাওলানা হাসান রেযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কত সুন্দর কথা বলেছেন:

দিল সে যরা ইয়ে কেহে দেয় কেহ উন কা গোলাম হুঁ

                হার দুশমণে খোদা হো খোদা কো আভী আযিয (যওকে নাত, ১৩৬ পৃ:)

আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্যিকারের, প্রকৃত ভালোবাসা নসীব করুক সেই সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ যারা ঈমানের মাপকাঠি, রাসূল প্রেমের মাপকাঠি, আল্লাহ পাক