Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

করেছিলেন, তখন পুরো তাওরাত একবারে নাযিল করে দিয়েছিলেন
ó হযরত দাঊদ عَلَیْہِ السَّلَام এর উপর যাবূর শরীফ নাযিল করেছিলেন, তখন পুরো যাবূর শরীফ একবারে নাযিল করেছিলেন ó হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর উপর ইনজীল শরীফ নাযিল করেছিলেন, তখন পুরো ইনজীল শরীফ একবারে নাযিল করে দিয়েছিলেন কিন্তু প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর যখন কুরআনে করীম নাযিল করতে চাইলেন, তখন পুরো কুরআন একবারে অবতীর্ণ করেননি, বরং ২৩ বছরের সময়কালে অল্প অল্প করে নাযিল করেছেন

অতএব কেন? পুরো কুরআনে করীম একবারে অবতীর্ণ করা হলো না? এর মধ্যেও মুস্তফার প্রতি সমর্থনের একটি দিক রয়েছে আপনি কুরআনের আয়াতসমূহ এবং সেগুলোর শানে নুযূল পড়ে দেখুন! ó আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সামনে যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক ওহী নাযিল করেছেন ó যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আল্লাহ পাক ওহী নাযিল করেছেন ó দ্বীন প্রচারের ক্ষেত্রে কোনো অসুবিধা (Difficulty) দেখা দিলে, আল্লাহ পাক ওহী অবতীর্ণ করেছেন ó কাফেররা যখন তাঁকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক ওহী অবতীর্ণ করেছেন ó অমুসলিমরা যখন মুস্তফার অন্তরকে আঘাত দিয়েছে, রব্বে করীম কুরআনের আয়াত পাঠিয়ে শান্ত্বনা দিয়েছেন ó মুনাফিকরা যখন ষড়যন্ত্র (Conspiracies) করেছে, আল্লাহ পাক ওহী পাঠিয়ে তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সাহায্য সমর্থন করেছেন মোটকথা, ২৩ বছর পর্যন্ত কুরআনে করীমের অবতরণ নিরন্তর জারি ছিল এবং এভাবেই প্রতিটি মুহূর্তে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি