Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat
اَلْحَمْدُ لِلّٰه মাহে রবিউল আওয়াল খুব কাছেই। রবিউল আউয়াল শরীফের চাঁদরাত থেকে শুরু করে বার তারিখ পর্যন্ত প্রতিদিন ইশার নামাযের পর শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মাদানী চ্যানেলে লাইভ মাদানী মুযাকারা করে থাকেন। আপনারাও রবিউল আউয়ালের এই ১২টি মাদানী মুযাকারায় অংশগ্রহণ করার নিয়্যত করুন এবং ইলম ও হিকমতের মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করুন। আল্লাহ পাক আমল করার তাওফিক দান করুক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আ’লা হযরতের এক ইলমী মুযাকারা (আলোচনা)
২৮ রজবুল মুরাজ্জব ১৩৩৭ হিজরি, জুমার দিন। সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জবলপুর তাশরিফ নিয়ে গেলেন। তখন আসরের কাছাকাছি সময়। মুরীদ ও ভক্তবৃন্দ জমায়েত হলো। বিভিন্ন বিষয়ে ইলমী প্রশ্নোত্তর শুরু হলো। সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ঐ সময় বদমাযহাবী ও খারাপ লোকদের সংস্পর্শ থেকে বেঁচে থাকার ব্যাপারে মাদানী ফুল দিচ্ছিলেন।
শাহযাদায়ে আ’লা হযরত আল্লামা মুস্তফা রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন- ঐ মজলিসে কিছু লোক ছিলো যারা বদমাযহাবীদের সাথে ওঠাবসা করতো। আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মূল্যবান উপদেশ শুনে তারা মনে মনেই নিজেদেরকে তিরস্কার করছিলো এবং হঠাৎ হঠাৎ কোনো এক কোনা থেকে তাওবা ও ইস্তিগফারের আওয়াজও ভেসে আসছিলো।