Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat
আ’লা হযরতের নসিহত
সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে বিভিন্ন উপলক্ষে যেসব প্রশ্ন করা হয়েছে এবং তিনি সেগুলোর মৌখিক উত্তর প্রদান করেছেন। শাহযাদায়ে আ’লা হযরত মুফতীয়ে আযম হিন্দ, হযরত আল্লামা মুস্তফা রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মালফূযাতে আ’লা হযরত নামে একটি কিতাবে ঐ সব প্রশ্নোত্তর সংকলন করেছেন।
খুবই তথ্যবহুল ও চমৎকার একটি কিতাব, اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামীর বিভাগ আল মদীনাতুল ই’লমিয়া (Islamic Research Cenrtre) এ নিয়ে কাজ করেছে। এই কিতাবটি মাকতাবাতুল মদীনা থেকে হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের একটি দ্বীনি কাজ হলো
প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! হৃদয়ে নবী প্রেমের শিখা প্রজ্জ্বলিত করতে, আল্লাহ ও রাসূল صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর অনুগত বান্দা হতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। সাব-ইউনিটের ১২ দ্বীনি কাজে জোরেশোরে অংশগ্রহন করুন! এর اِنْ شَآءَ الله এর বরকতে দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। সাব-ইউনিটের ১২ দ্বীনি কাজের একটি দ্বীনি কাজ হলো প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনা।