Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

পঁচিশতম শরীফের আড়ম্বরতা

     প্রিয় ইসলামী ভাইয়েরা! লা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় সত্তা দুনিয়াতে ইসলামের জন্য অনেক বড় একটি নিয়ামত যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিলো, গোমরাহি বেড়ে যাচ্ছিলো, বিদআত ব্যাপক হয়ে যাচ্ছিলো, مَعَاذَ الله কুরআনের আয়াতের সারমর্ম পরিবর্তন করার নাপাক প্রচেষ্টা চালানো হচ্ছিলো, ইসলামী আদর্শ বদলে ফেলার দুঃসাহস দেখানো হচ্ছিলো, সব ফিতনার মধ্যে আল্লাহ পাক লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর রূপে ইসলামী বিশ্বকে এক মহান নিয়ামত দান করেন লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুজাদ্দিদ রূপে আবির্ভূত হয়ে ফিতনার শিকড় উপড়ে ফেললেন তিনি শত্রুদের চক্রান্ত ব্যর্থ করে দিলেন, বদ মাযহাবের শক্তি ভেঙ্গে দিলেন, বদ আকিদাকে নিঃশেষ করে দিলেন, আসল ইসলামী আকিদার সঠিক ব্যাখ্যা দিলেনইসলামী আক্বীদা, ইসলামের মহান আদর্শ, কুরআনের মর্যাদা মহত্ব, রাসূলে করীম
صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর সম্মান মর্যাদার প্রহরী হয়ে রইলেন তিনি তিনি বিদআত মিটিয়ে, সমাজ এর সংস্কার করে, মানুষকে নবী প্রেমের সুধা পান করালেন আর اَلْحَمْدُ لِلّٰه ফিতনার মূলোৎপাটন করে দ্বীনের পতাকা সমুন্নত করলেন

 

     اَلْحَمْدُ لِلّٰه ২৫ সফরুল মুযাফফর সকল আশিকানে রাসূল মহা আড়ম্বরে আমাদের ইমাম, ইমামে আহলে সুন্নাত সায়্যিদী লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উরসে পাকের খুশি উদযাপন করেআল্লাহ পাক ওয়ালীয়ে কামিল সায়্যিদী লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় সকলের উপর রহমত বর্ষণ করুক, আমাদেরকে ইশকে রাসূলের দৌলত দান করুক,