Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২১ আগস্ট ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

সুরমা লাগানোর অবশিষ্ট সুন্নাত ও আদব

    ô সুরমা ব্যবহারের বর্ণিত তিনটি পদ্ধতির সারাংশ উপস্থাপন করছি; () কখনো উভয় চোখে তিন তিন শলাই () কখনো ডান চোখে তিন শলাই এবং বাম চোখে দুই শলাই, () অথবা কখনো উভয় চোখে দুই শলাই দুইবার করে, আর শেষে এক শলাই সুরমা উভয় চোখে লাগান (শুয়াবুল ঈমান, /২১৮-২১৯) ó রকম করাতে اِنْ شَآءَ الله তিনটার উপরই আমল হয়ে যাবে óসম্মানজনক যত কাজ রয়েছে সব কাজই আমাদের প্রিয় আক্বা, মাদানী মুস্তফা, হুযুর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ডান দিক থেকে শুরু করতেন, তাই সর্বপ্রথম ডান চোখে সুরমা লাগাবেন এরপর বাম চোখে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!        صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘরে প্রবেশ করার সময়কার দোয়া

    দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী ঘরে প্রবেশ করার সময়কার দোয়া মুখস্ত করানো হবে  সেই দোয়াটি হলো:

اَللّٰہُمَّ اِنِّی اَسْئَلُکَ خَیْرَ الْمَوْلَجِ وَ خَیْرَ الْمَخْرَجِ بِسْمِ اللٰہِ وَ لَجْنَا

وَ بِسْمِ اللٰہِ خَرَجْنَا وَ عَلَی اللٰہِ رَبِّنَا تَوَکَّلْنَا

(সুনানে আবু দাউদ, /৪২০, হাদীস ৫০৯৫)