Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

করতে হয় তবে যথার্থ হিকমতে মলী (কর্মকৌশল) আদব সহকারে করাই বুদ্ধিমানের কাজ

 

লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চমৎকার হিকমতে আমলী

    সায়্যিদী লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের বড়জন গণ্যমান্য ব্যক্তিবর্গদের সংশোধন খুব সুন্দর হিকমতে আমলী (কর্মকৌশল) এর মাধ্যমে করতেন মারহারা শরীফ হলো লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পীরের আস্তানা, ওখানকার সাজ্জাদানশীন হযরত মাহদী হাসান মিয়া
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন- আমি যখন বেরেলী আসতাম তখন লা হযরত
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজেই আমার জন্য খাবার নিয়ে আসতেন আর হাতও ধুয়ে দিতেন একবার আমি বেরেলী এলাম, আমি স্বর্ণের আংটি আর ব্রেসলেট পরা ছিলাম যথারীতি লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার হাত ধুয়ে দিলেন আর বললেন- “শাহযাদা হুযুর, এই আংটি ব্রেসলেট আমাকে দিয়ে দিনখুলে দিয়ে দিলাম

 

    তারপর বেরেলী শরীফের শিডিউল সম্পুর্ণ হওয়ার পর মুম্বাই চলে গেলাম মুম্বাই থেকে যখন মারহারা শরীফ ফিরে এলাম তখন আমার কন্যা বলল- আব্বাজান! বেরেলি শরীফের মাওলানা সাহেব (লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর কাছ থেকে একটা পার্সেল এসেছিলো তাতে ব্রেসলেট, স্বর্ণের আংটি একটি চিঠি ছিলো চিঠিতে লেখা ছিলো- শাহযাদি সাহেবা! এই দুইটি অলংকার আপনার জন্য(হায়াতে লা হযরত, খণ্ড- , পৃষ্ঠা- ১৪৯)