Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

    اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর অধীনে বিভিন্ন মসজিদ ইত্যাদিতে আয়োজিত প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় বয়স্ক ইসলামী ভাইদেরকে তাজভীদ সহকারে পবিত্র কুরআন শেখানো হয় এবং পাশাপাশি শরীয়তের মৌলিক, প্রয়োজনীয় হুকুম-আহকাম মাসআলা-মাসায়িল এবং সুন্নাত আদব শেখানো হয় আপনারাও প্রাপ্তবয়স্কাদের মাদরাসাতুল মদীনায় ভর্তি হয়ে যান, যদি আপনারা কুরআনে পাক না পড়ে থাকেন তবে পড়তে শিখুন আর যদি আপনারা কুরআনে পাক পড়তে জানেন এবং পড়াতে পারবেন তবে অন্যদের পড়ান  হাদীসে পাকে রয়েছে: তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়(বুখারী, কিতাবু ফাযায়িলিল কুরআন, /৪১০, হাদীস ৫০২৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!      صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সুরমা লাগানোর সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুলথেকে সুরমা লাগানোর সুন্নাত আদব সম্পর্কে শুনি- প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: সবচাইতে উত্তম সূরমা হচ্ছে ইসমাদ’। কেননা এটা দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং পালক গজায় (ইবনে মাজাহ, ৪র্থ খন্ড, ১১৫ পৃষ্ঠা, হাদীস নং- ৩৪৯৭) ó পাথুরী সূরমা ব্যবহার করাতে অসুবিধা নেই এবং কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়তে পুরুষের লাগানো মাকরূহ আর যদি রূপচর্চা উদ্দেশ্যে না হয় তবে মাকরূহ নয় (ফতোওয়ায়ে হিন্দিয়া, /৩৫৯) ó শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাত (মিরআতুল মানাজিহ, /১৮০)