Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

    অনুবাদ: হে আল্লাহ! আমি তোমার নিকট প্রবেশ করা এবং বাহির হওয়ার জায়গাসমূহের কল্যাণ প্রত্যাশা করছি, আল্লাহর নামে আমি ভেতরে আসি এবং আল্লাহর নামে বাইরে যাই আর আমি আমার প্রতিপালক আল্লাহর প্রতি ভরসা করছি (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা ২০৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!               صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

            প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

     আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই

. আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো

. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকে হামদ (শুকরিয়া আদায়করবো

. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো

. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো

. বিনা প্রয়োজনে নিজের নেকী (যেমন; অমুক অমুক বা এতগুলো নেক কাজের উপর আমল করেছি) প্রকাশ করবো না