Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat
এক দিনে একহাজার (১০০০) বার দরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেবে। (আত তারগীব ওয়াত তারহীব, ২/৩২৬, হাদীস- ২৫৯০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ٭ ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ٭ আদব সহকারে বসবো ٭ বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
٭ নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ٭ যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাঁকে ছোটবেলা থেকেই পরিপূর্ণ দেখেছি
সায়্যিদী আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুহাম্মদ শাহ খান নামে একজন প্রতিবেশী ছিলেন। যার নাম ছিলো মুহাম্মদ শাহ খান। লোকেরা তাকে হাজী মানতাহান খান বলে ডাকতো। তিনি ছিলেন জমিদার আর বয়সে আ’লা হযরতের বড়।