Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat
চিন্তা করে দেখুন! সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেমন হিকমতে আ’মলী সহকারে সাজ্জাদানশীনের সংশোধন করলেন। এটা জরুরী নয় যে কেউ যদি স্বর্ণের আংটি ইত্যাদি পরা থাকে, আমরাও তার হাত থেকে খুলে নিয়ে ঘরে পৌঁছে দেবো। মোটকথা, যেখানে যেমন পরিবেশ সেখানে তেমন কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হিকমতে আ’মলী (কর্মকৌশল) এর দৌলত দান করুক!
হে আশিকানে রাসূল! মনে রাখবেন! পুরুষের জন্য স্বর্ণের আংটি, দুল, ব্রেসলেট ইত্যাদি পরা জায়িয নেই ô আজকাল আমাদের সমাজের অনেক লোক খুব শখ করে স্বর্ণ অথবা বিভিন্ন ধাতুর আংটি, ব্রেসলেট ইত্যাদি পরে, যা নাজায়িয ও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। (বাহারে শরীয়ত, খণ্ড- ৩, পৃষ্ঠা- ৪২৬-৪২৮, খণ্ড- ১৬) ô পুরুষের জন্য ঐ আংটি জায়িয, যা পুরুষের আংটির মতো অর্থাৎ শুধুমাত্র এক পাথর বিশিষ্ট আর যদি তাতে কয়েকটি (একাধিক) পাথর থাকে তবে তা যদি রুপারও তৈরি হয়, পুরুষের জন্য নাজায়িয। (৫৫০ সুন্নাত ও আদব, পৃষ্ঠা ৫৭-৫৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইলমে গায়বের মাসআলা বুঝতে পারলো ..!!
একবার সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে এক ব্যক্তিকে হাজির করা হলো, সে প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর ইলমে গায়বের ব্যাপারে দ্বিধাদ্বন্দে ভুগছিলো। সে আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে প্রশ্ন করলো, সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই নম্রতা ও আন্তরিকতার সাথে, কুরআন ও হাদীসের দলিল দিয়ে তাকে বোঝালেন ।