Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

চোখের দৃষ্টিতে নেকীর দাওয়াত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সায়্যিদী লা হযরত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওয়ালীয়ে কামিল ছিলেন তিনি অনেক সময় কারামতের মাধ্যমেও মানুষের সংশোধন করতেন যেমন- ১৩২৯ হিজরির কথা, লা হযরত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লামা শাহ ওয়াসীআহমদ সূরতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে অবস্থান করছিলেন এর এরমধ্যে সায়্যিদী ফরযন্দ আলী সাহেব লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে দেখা করতে এলেনসৈয়দ সাহেবের দাড়ি কাটা ছিলো লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেকক্ষণ ধরে গভীর দৃষ্টিতে সৈয়দ সাহেবের চেহারার দিকে তাকিয়ে রইলেন

 

    সৈয়দ সাহেব বলেন- তাঁর দৃষ্টিতে আমার ঘাম ছুটলো, মনে হচ্ছিলো যেন একজন সত্যিকার আশিকে রাসূল আমাকে দাড়ি রাখার জন্য নীরবে নির্দেশনা দিয়ে যাচ্ছেনاَلْحَمْدُ لِلّٰه আমার হিদায়ত নসীব হয়েছে এবং আমি দাড়ি কামানো থেকে তাওবা করেছি (হায়াতে লা হযরত, খণ্ড - , পৃষ্ঠা- ২৩৮)

       سُبْحٰنَ الله! লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কত উঁচু শান...!!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!      صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

লা হযরত ও ইলমী মুযাকারা (আলোচনা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সায়্যিদী লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সমগ্র জীবন নেকীর দাওয়াতের কাজে ব্যয় হয়েছেব্যক্তির সংশোধন সমাজ সংশোধনের জন্য লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক পন্থা অবলম্বন করেছেননেকীর দাওয়াতকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া মানুষের মাঝে