Ala Hazrat Aur Naiki Ki Dawat

Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat

. যে সকল নেক আমলের উপর পরে আমল করা যাবে (যেমন; আজ ৩১৩ বার দরূদ শরীফ পড়া হয় নি) তবে পরে অথবা কাল আমল করবো

. নেক আমল পুস্তিকা পূরণ করার মূল লক্ষ্য (যেমন; খোদাভীতি, তাকওয়া, চারিত্রিক শুদ্ধতা, মাদানী কাজের উন্নতি ইত্যাদি) অর্জন করার চেষ্টা করবো

. আগামীকালও নেক আমলের পুস্তিকা পূরণ (অর্থাৎ আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা) করবো

. যেনোতেনো ভাবে ছক পূরণ নয় বরং চিন্তা ভাবনা করে নেক আমলের পুস্তিকা পূরণ করবো

7     আজ যে সকল নেক আমলের উপর আমল করার সৌভাগ্য অর্জিত হলো, তার নিচে দেওয়া ছকে ঠিক (অর্থাৎ উল্টো ঠিক চিহ্ন) (   ) এবং আমল না হওয়া অবস্থায় () চিহ্ন দিন

 

বিঃ দ্রঃ- নিজের নেক আমল পুস্তিকার উপর দৃষ্টি রেখেই আখিরাতের বিষয়ে পর্যবেক্ষন করুন

 

দৈনিক ৫৬টি নেক আমল:

     . ভালো ভালো নিয়্যত কি করেছি? . পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে কি আদায় করেছি? প্রত্যেক নামাযের পূর্বে কি নামাযের দাওয়াত দিয়েছি? . সূরা মূলক কি পাঠ করেছি? . প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং তাসবীহে ফাতিমা رَضِیَ اللهُ عَنْہَا কি পাঠ করেছি? . কানযুল ঈমান থেকে তিন আয়াত বা সীরাতুল জিনান থেকে পৃষ্ঠা অনুবাদ তাফসীর পাঠ করেছি বা শুনে নিয়েছি? . শাজারা শরীফ হতে ওয়াযীফা পাঠ করেছি? . ৩১৩ বার দরূদ শরীফ পাঠ করেছি? . চোখকে গুনাহ থেকে বাঁচিয়েছি? ১০. কানকে গুনাহ থেকে বাঁচিয়েছি? ১১. অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে নত রেখেছি? ১২. মাকতাবাতুল মদীনার