Book Name:Ala Hazrat Aur Naiki Ki Dawat
ইলমের আলো বিতরণের লক্ষ্যে সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি খুব প্রিয় কাজ ছিলো যে তিনি ইলমী মুযাকারা (আলোচনা) করতেন। আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতিদিনের অভ্যাস ছিলো যে আসরের নামায পড়ে ঘরের বৈঠকখানার চারপায়াতে তাশরিফ রাখতেন, আশেপাশে চেয়ার রাখা হতো, লোকজন সাক্ষাত করতে এলে চেয়ারে বসতো। এরমধ্যে সাক্ষাতের জন্য আগত ব্যক্তিরা নিজের প্রয়োজন সম্পর্কে জানাতেন, তাদের প্রয়োজন পূরণ করা হতো। প্রত্যেকের খোঁজখবর নিতেন। ইলম, হিকমত ও বরকতের ধারা প্রবাহিত হতো। মানুষ বিভিন্ন প্রশ্ন করতো, নিজের ইলমী সমস্যা উত্থাপন করতো আর আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেগুলোর উত্তর প্রদান করতেন। এইভাবে আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী পরিপূর্ণতার মাধ্যমে আওয়াম ও আলেম (সাধারণ মানুষ ও উলামা) সকলেই ধন্য হতেন । (আক্বা ﷺ কা জাদওয়াল, পৃষ্ঠা - ৩৩, ৩৪)
اَلْحَمْدُ لِلّٰه আশিকে আ’লা হযরত, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ও প্রতি সপ্তাহে ইশার নামাযের পর মাদানী চ্যানেলে লাইভ মাদানী মুযাকারা করেন। যেখানে বিশ্বজড়ে আশিকানে রাসূল বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন আর আমীরে আহলে সুন্নাত কুরআন, হাদীস এবং নিজের অভিজ্ঞতার আলোকে ইলম ও হিকমতে ভরপুর উত্তর প্রদান করেন। মূলত শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী মুযাকারা (আলোচনা) এর ঐতিহ্য অব্যাহত রেখেছেন।