Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

ডাউনলোড করুন ! নিজেও উপকৃত হন এবং অন্যকে উৎসাহিত করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাদিসে পাক সংক্রান্ত মাদানী ফুল:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন পবিত্র হাদিস সংক্রান্ত কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে দুটি ফরমানে-মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ করুন: () তিনি বলেন: যে ব্যক্তি ধর্মীয় বিষয় সংক্রান্ত চল্লিশটি (৪০)টি হাদিস মুখস্থ করে আমার উম্মতের কাছে পৌঁছে দেবে, আল্লাহ তাকে (কিয়ামতের দিন) ফক্বিহ অবস্থায় উঠাবেন এবং কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবো এবং তার পক্ষে সাক্ষ্য দেব (মিশকাতুল-মাসাবিহ, কিতাবুল-ইলম: /২৮ হাদিস: ২৫৮) () তিনি ইরশাদ করেন: আল্লাহ তাকে সতেজ রাখুক যে, আমার হাদিস শুনে মুখস্থ রাখে এবং অন্যদের কাছে পৌঁছে দেয় (তিরমিযি ২৯৮/ হাদিস: ২৬৬৫) * হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী, কাজ, অবস্থা মৌন সম্মতিকে হাদিস বলা হয় (নুজহাতু কারী ৮৭/) * এই জ্ঞান অর্জন করা ফরযে কিফায়া যদি সমগ্র উম্মতের মধ্যে এই জ্ঞানের আলিম না পাওয়া যায় তাহলে সমগ্র উম্মত গুনাহগার হবে (নিসাব উসুল হাদিস পৃষ্টা ২৮) * পবিত্র কোরআনের মতো, রাসূলের হাদিস শরীয়তের বিধিবিধানের মূল উৎস (মুন্তাখাব হাদিস, পৃষ্টা ) * হাদিসের নির্দেশনা ছাড়া ঐশী বিধানাবলী বিস্তারিত জানা এবং কোরআনের আয়াতের অর্থ বোঝা অসম্ভব (মুন্তাখাব হাদিস, পৃষ্টা: )

ঘোষণা: