Book Name:Shoq e Hajj
যাওয়ার পর্যাপ্ত কোন উপায় নেই নেই। এই কথাটি মনে করতেই তার সমস্ত খুশি দুঃখে পরিণত হয়ে গেল, দ্বিতীয় রাতে আবার রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন তুমি এ বছর হজ্বে চলে যেও।
সেই নবী প্রেমিক তার সম্বলহীনতার কথা এবারও উল্লেখ করতে পারলেন না । তৃতীয় রাতে আবারও দয়া হলো, আবার রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে আসেন এবং বলেন: এ বছর তুমি হজ্বে চলে যেও। এবারও তিনি তার পেরেশানির কথা বলতে পারেননি, এরপর চতুর্থ রাত আবার দয়া হলো, রাসুলে আকরাম নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার স্বপ্নে তাশরিফ নিয়ে এলেন তখন তিনি বলে দিলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কাছে কোন পাথেয় নেই আমি কিভাবে হজ্বে যাব?
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেনঃ কেন নয়? তোমার কাছে তো পাথেয় আছে , তুমি তোমার ঘরের অমুক অমুক জায়গা খনন করো। সেখানে তোমার দাদার বর্ম থাকবে। এ কথা বলে সকল নবীর সর্দার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চলে গেলেন। সকালে আশিক রাসূলের চোখ খুললেন তিনি অনেক আনন্দিত ছিলেন। ফজরের নামায আদায় করার পর তিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কর্তৃক নির্দেশিত স্থান খনন করতে লাগলেন। সত্যিই সেখানে একটি মূল্যবান বর্ম ছিল। তিনি সেই বর্ম বিক্রি করে হজ্বে চলে গেলেন। (উয়ুনুল হিকায়াত, খন্ড:২ পৃষ্টা:২২৩)
হে আশেকানে রাসূল! জানা গেল! হজ্বের জন্য সম্পদ ও উপায়-উপকরণের প্রয়োজন হয় না, ধ্যান ও ব্যাকুলতার প্রয়োজন হয় , তাই আমাদের হৃদয়ে হজ্বের আগ্রহ বৃদ্ধি করা উচিত , হজ্বের ফজিলত পড়ুন اِنْ شَآءَ الله হৃদয়ে হজ্বের আগ্রহ জন্মাবে, হায়