Book Name:Shoq e Hajj
আমি এই দরজা ছেড়ে কোথাও যাবো না। আমি এই দরজাতেই পড়ে থাকবো কখনো এই দরজা থেকে মাথা উঠাবো না।
হযরত সায়্যিদুনা মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমরা কথাবার্তায় মগ্ন ছিলাম এমন সময় আসমান হতে একটি কাগজ ঐ ব্যক্তির বুকে এসে পড়লো। সে কাগজটি আমার দিকে বাড়ালো, আমি পড়লাম, এতে লিখা ছিলো, "হে মালিক বিন দিনার! তুমি আমার বান্দাকে আমার কাছ থেকে পৃথক করে দিচ্ছো, তুমি ভাবছো আমি তার চৌদ্দ বছরের হজ্ব কবুল করিনি, এমন নয় বরং এই বছর আসা সকল হাজীর হজ্বও তার আর্তনাদের বরকতে কবুল হয়েছে। (আশেকানে রাসূলদের ১৩০ ঘটনাবলী পৃষ্টা ৯৬)
হে আশেকানে রাসূল, হজ্বের দিন অতি সন্নিকটে, হজ্বের সুসংবাদ প্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তিরা হজ্বের প্রস্তুতিতে ব্যস্ত, কাফেলা হেরেম শরীফের পানে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, (হজ্বের উদ্দেশ্যে) বিমান চলাচল শুরু হয়ে গেছে আর সৌভাগ্যবান নবী প্রেমিকরা দলে দলে পবিত্র হেরেমে আসতে শুরু করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই পরম সৌভাগ্য দান করুক। আমরাও যেন ইহরাম পরিধান করি। পবিত্র হেরেমে উপস্থিত হতে পারি, কাবা শরীফের মনোমুগ্ধকর সুবাসিত পরিবেশে নিঃশ্বাস নেয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, কাবা শরীফের নূরানী দৃশ্যাবলী দেখে নিজের চক্ষুদ্বয় শীতল করতে পারি, কখনো মুলতাযিম (অর্থাৎ কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানের জায়গা) কে চুম্বন করবো, আবার কখনও হাজরে আসওয়াদকে চুম্বন করবো, কখনো আবার মিযাবে রহমতের নিচে নফল নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করবো, মিনা আরাফাত মুযদালিফায় যাওয়া এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের প্রতিধ্বনি লাগানো নসিব হবে।