Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

    আর আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আল্লাহ পাকে মহান দরবারে দোয়া করেন,

বড়া হজ্ব পে আনে কো জী চাহতা হে

বুলাওয়া আব আয়েগা কব ইয়া ইলাহি

মে মক্কে মে আঊঁ মদীনে মে আঊঁ

বানা কোয়ী আয়সা সবব ইয়া ইলাহি  

(ওয়াসাইলে বখশিষ,পৃঃ১০৭)

    আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্ব এবং উমরা করার মদিনা মুনাওয়ারায় বার বার, বার বার, বার বার বা আদব হাযির হওয়ার সৌভাগ্য নসিব করুক হায় আমরাও যেন মক্কায় যাই, মদিনায় যাই, সেখান থেকে স্বদেশে ফিরে আসি আবার যাই আবার আসি আবার যাই... হায় এভাবেই অবশেষে মদিনায় দু গজ জমিন নসিব হয়ে যায়

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

হজ্ব করার সৌভাগ্য কার অর্জন হয়?...

    আল্লাহ পাক কোরআনে করিমে ইরশাদ করেন:

 

وَ اَذِّنۡ فِی النَّاسِ بِالۡحَجِّ

(পারা ১৭, সূরা হজ, আয়াত ২৭)

কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং মানুষের মধ্যে হজ্জের সাধারন ঘোষণা করে দাও

 

    মুফাসসিরগণ উপরোক্ত আয়াতের টিকায় বলেছেনঃ বর্তমানে যে স্থানে কাবা শরীফ স্থাপিত আছে পূর্বেও সেখানে ছিল, হযরত নূহ عَلَیْہِ السَّلَام এর বরকতময় যুগে যখন ঝড় আসে, তখন কাবা শরীফকে তুলে নেওয়া হয়, অতঃপর হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর বরকতময় যুগে আল্লাহ পাক হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام কে নির্দেশ দিলেন: হে ইব্রাহিম! বায়তুল্লাহ শরীফ নির্মাণ করুন, হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام মক্কায় এসে বায়তুল্লাহ শরীফ নির্মাণ করেন।