Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

    সুবহানাল্লাহ! হে আশেকানে রাসূল! আপনারা দেখলেন তো , বিকলাঙ্গ হাজির আবেগ কেমন চমৎকার ছিল, বিকলাঙ্গ (অর্থাৎ চলতে অক্ষম) হয়েও তিনি হেঁচড়িয়ে হেঁচড়িয়ে কাবা শরীফ জিয়ারত করতে যাচ্ছেন, দীর্ঘ ১০ বছর যাবত মক্কার দিকে অগ্রসর ছিলেন, তার আবেগ এবং সাহসিকতার প্রতি লাখো সালাম শত হাজার মারহাবা তার আবেগ আকাঙ্খার প্রতি এই ঘটনাটি আমাদের জন্যেও একটি বড় শিক্ষা, সেই সব নির্বোধ মুসলমান যারা সুস্থ সবল থাকা সত্ত্বেও, ধন-সম্পদ থাকা সত্ত্বেও, সামথ্যর্ থাকা সত্ত্বেও হজ্বের সৌভাগ্য অর্জন করে না বিকলাঙ্গ হাজী হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছিলেন , বাড়ি থেকে বের হয়েছে ১০ বছর হয়ে গেল এখনও সফরেই আছেন আর এদিকে নির্বোধ মুসলমান মাত্র কয়েক ঘন্টার জন্যও সাহসও করে না আহ...! আফসোস! হায় আমাদের যেন হজ্বের আকাঙ্খা নসিব হয়ে যায় , হায়! আমাদের অন্তরে যেন আল্লাহ রসূলের প্রেমের প্রদীপ এভাবে প্রজ্জ্বলিত হয় যে, আমরা সবকিছু ছেড়ে আল্লাহ তাঁর রাসুলের নির্দেশ মেনে হজ্ব ফরয হলে হজ্ব করতে যাই , যদি হজ্ব ফরয না হয় আর আল্লাহ পাক নফল হজ্বের সামর্থ্য  দিয়ে থাকেন তাহলে বারবার যাই

    আল্লাহ পাক সেই বিকলাঙ্গ হাজির উসিলায় আমাদেরকে হজের আগ্রহ দান করুক اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

    আসুন! হজ্বের আগ্রহ বাড়াতে হজ্বের ফজিলত শুনুন:

 হজের ফজিলত সংক্রান্ত ৩টি হাদিস শরীফ:

    (১): হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: যে ব্যক্তি কাবা শরিফের হজ্ব করবে, আর সে সময় অশ্লীল কথা না বলে, কোন গুনাহের কাজও না করে তবে رَجَعَ كَمَا وَلَدَتْهُ امہ সে