Book Name:Shoq e Hajj
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত সায়্যিদুনা মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের একজন কামিল ওলী। খোদা প্রেমে মত্ত , নবী প্রেমে বিভোর, অনেক মর্যাদাবান ব্যক্তিত্ব, তিনি বলেন: “আল্লাহ পাক আমাকে ক্রমাগত চৌদ্দ বৎসর যাবৎ হজ্ব করার সৌভাগ্য দান করেছেন। প্রতি বছরই আমি মক্কা শরীফ উপস্থিত হতাম এবং কাবা শরীফের তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করতাম, প্রতিবছর আমি সেখানে একজন ব্যক্তিকে পবিত্র কাবার দরজা আঁকড়ে ধরা অবস্থায় দেখতাম, যখন সে তালবিয়া তথা “لبيك” বলতো তখন অদৃশ্য থেকে لا لبيك (অর্থাৎ তোমার লাব্বাইক বলা কবুল হয়নি) আওয়াজ শুনা যেতো। হযরত সায়্যিদুনা মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি চৌদ্দতম (১৪) বছরে ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করলাম: হে দরবেশ! তুমি বধির তো নও? তুমি কি لا لبيك এর প্রতিধ্বনি শুনতে পাচ্ছো না? সে অত্যন্ত প্রেমময় সুরে উত্তর দিলো: হে শায়েখ, আমি শপথ করে বলছি আমি যদি ১৪ বছরের পরিবর্তে ১৪ হাজার বছর আয়ু পাই আর প্রতিবছর একবারের পরিবর্তে দৈনিক এক হাজার বার লা লাব্বাইক বলা হয় তবুও