Book Name:Shoq e Hajj
হযরত ইসমাইল عَلَیْہِ السَّلَام যিনি তার পুত্র, তিনি তাকে কাবা শরীফ নির্মাণে সহযোগিতা করেন, এভাবে পিতা-পুত্র উভয়ে কাবা শরীফের নির্মাণ কাজ সম্পন্ন করেন। যখন কাবা শরীফের নির্মাণ কাজ সম্পন্ন হল তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام কে নির্দেশ দিলেন: হে ইব্রাহিম! এখন আপনি হজ্বের ঘোষণা দেন! হজ্বে আসার জন্য লোকদের আহ্বান জানান। হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام বললেন, হে আল্লাহ! কতটুকু পর্যন্ত পৌঁছবে আমার কন্ঠস্বর...? মহান আল্লাহ বললেনঃ হে ইব্রাহিম! عليك الاذن وعلي البلاغ অর্থাৎ আপনার কাজ ঘোষণা করা আর আমার কাজ লোকদের নিকট পৌঁছে দেওয়া। অতঃপর হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام সাফা পাহাড়ে আসেন এবং একটি রেওয়ায়েত অনুযায়ী জাবালে আবু কুবাইসে আসেন এবং সর্বপ্রম তালবিয়্যাহ (র্আৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক) পাঠ করেন। বর্ণিত আছে , হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম তালবিয়া পাঠ করার সৌভাগ্য অর্জন করেন। তালবিয়া পাঠের পর হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام লোকদের আহ্বান জানান, یا ایھا الناسُ হে লোক সকল! ان اللهَ كَتَبَ عَلَيْكُمْ حَجَّ الْبَيْتِ الْعَتِيقِ নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর এই স্বাধীন ঘর তথা কাবা শরীফের হজ্ব ফরয করেছেন। একটি বর্ণনায় রয়েছে : তিনি عَلَیْہِ السَّلَام এভাবে ঘোষণা করেছেন: اِنَّ اللَّهَ يَدْعُوكُمْ اِلَى حَجِّ الْبَيْتِ الْحَرَامِ হে লোক সকল! নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে বায়তুল্লাহ শরীফের হজ্বের দিকে আহবান জানাচ্ছেন, لِيُثِیبَكُمُ بِهِ الْجَنَّةَ যেন হজ্বের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করেন وَيُخْرِجَكُمْ مِنَ النَّارِ এবং হজ্বের বরকতে জাহান্নাম থেকে মুক্তি দেন।
উল্লেখ্য যে, হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام বাহ্যিক জীবদ্দশায় যখন কাবা শরীফ নির্মাণ করেন তখন তিনি এ ঘোষণা করেছিলেন, কিন্তু এটা আল্লাহ পাকের কুদরত এবং হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام