Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

আমরা যেন এই অভ্যাস গড়ে তুলি যে, রাতের কোনো এক সময় নির্জনে বসে কখনো কাবা শরীফের কল্পনা, কখনো মিনা শরীফের কল্পনা, কখনো কল্পনায় আরাফাতের ময়দানে পৌছি , কখনো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি লাগাই , সাফা মারওয়ার সাঈ করি, অতঃপর নিজের বঞ্চনার কথা কল্পনা করে আল্লাহ করীমের দরবারে দোয়া করুন: ইয়া আল্লাহ! আমাকে হজ্বের সৌভাগ্য দান করুন اِنْ شَآءَ الله হজ্বের আগ্রহ জাগবে , চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে , তখন মহান আল্লাহ রহমতে আশা করা যায় যে, দয়া হবে, অন্তরে হজ্বের আগ্রহ বাড়বে এবং আল্লাহ পাক চাইলে হজ্বের ব্যবস্থা হয়ে যাবে

    শায়খে তরিক্বত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর তিনটি চমৎকার গ্রন্থ রয়েছে: আশেকানে রাসূলের ১৩০টি ঘটনা, রফিকুল-হারামাইন রফিকুল-মু'তামারীন এই গ্রন্থগুলো পড়ুন, হৃদয়ে হজ্বের আগ্রহ বৃদ্ধি করার অন্যতম উপায় নিজের পিতা-মাতা মৃত ব্যক্তিদের ঈসালে সওয়াবের জন্য এবং নিজের কবর আখেরাত কল্যাণময় করতে হজ্ব উমরায় গমনকারীদের উপহারস্বরূপ উপস্থাপন করুন হাজী এবং উমরা পালনকারী উক্ত গ্রন্থ সমূহ অধ্যয়ন করলে খুবই ভালো ভাবে হজ্ব এবং উমরা পালন করতে পারবে ফলে اِنْ شَآءَ الله আমরাও সেটার বরকত লাভ করব কে জানে সেই নেক আমলের উসিলায় আমাদেরও মদিনায় মুনাওয়ারায় এবং মক্কায়ে মুকাররমায় উপস্থিতি হতে পারে

নেক আমল ৭১ এর প্রতি উৎসাহঃ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হজ্বের আগ্রহ বৃদ্ধির জন্য উপরোল্লিখিত কিতাব সমূহ অধ্যয়ন করা অত্যন্ত উপকারী। তদ্রূপ দ্বীনি জ্ঞান বৃদ্ধি ও ফরয জ্ঞান অর্জনের জন্য আমাদের