Book Name:Shoq e Hajj
রাসূলের সাথে তিন দিনের মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করেছি এবং সেখানে অনেক কান্নাকাটি করে মদীনা শরীফে হাজির হওয়ার জন্য দোয়া করেছি। দোয়া কবুল হওয়ার আলামত এভাবে প্রকাশ পেল যে, মাদানী কাফেলা থেকে ফিরে এসে যথারীতি শিশুদের পবিত্র কোরআন শিক্ষা দিতে কারো বাড়িতে পৌঁছলে বাড়ির মালিক আমার প্রতি খুবই সদয় রুপে সাক্ষাৎ করলেন এবং বললেন ক্বারী সাহেব! মাশাআল্লাহ! আপনি আমাদের সন্তানদের পবিত্র কোরআন শেখান, আপনার কোন ইচ্ছা থাকলে আমাকে জানান। প্রাথমিক পর্যায়ে আমি তালবাহানা করলাম কিন্তু তার বার বার জোর করায় আমি বলে ফেললাম দীদারে মদীনার বাসনা আছে, অতঃপর তিনি আমাকে তৎক্ষণাৎ যাবতীয় খরচপাতি পেশ করলেন , আর এভাবে اَلْحَمْدُ لِلّٰه মাদানী কাফেলায় দোয়া করার বরকতে আমার মতো একজন গুনাহগার ও দরিদ্র মানুষ মদীনায় যাওয়ার সৌভাগ্য লাভ করলো।
মাঙ্গো আকর দোআ পাওগে মুদ্দাআ
দর করম কে খুলে কাফেলে মে চলো
গর মদীনে কা গম চাহিয়ে চশমে নম
লেনে ইয়ে নেয়মাতে কাফেলে মে চলো
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাসিক ফয়জানে-মদীনা এপ্লিকেশন পরিচিতি:
হে আশেকানে রাসূল ! দাওয়াতে-ইসলামীর আইটি বিভাগের পক্ষ থেকে মাসিক ফয়জানে-মদীনা এপ্লিকেশনটি পরিচিতি করানো হয়েছে। এই এপ্লিকেশনে নিম্নে উল্লেখিত অফশন রয়েছে , পূর্ববর্তী সমস্ত মাসিক ফয়জানে-মদীনার, সমস্ত মাসিকের আর্টিকেল টেক্স আকারে রয়েছে যেগুলো কপি করে শেয়ার করা যাবে। সার্চ অপশন (সার্চ অপশন) যাতে সব মাসিকে সার্চ করে যেকোনো জিনিস বের করা যায়। সব বিষয় টপিক অনুযায়ী সাজানো হয়েছে , নিজের স্মার্টফোনে এই এপ্লিকেশনটি