Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

নামায আদায় কারীদের জন্য এবং ২০টি রহমত কাবা যিয়ারতকারীদের জন্য

(শুয়াবুল ঈমান, খন্ড , পৃষ্টা ৪৫৫ হাদিস:৪০৫১)

শয়তান অপদস্ত ও অপমানিত হয়:

    হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: শয়তান সবচেয়ে লাঞ্ছিত , সবচেয়ে অপমানিত এবং সবচেয়ে বেশি রাগান্বিত হয় শুধুমাত্র আরাফার দিন, কারণ আরাফাতের দিন আরাফাতের ময়দানে অবস্থানকারীদের উপর আল্লাহ পাকে রহমত মুষলধারে বর্ষিত হয় এবং আল্লাহ পাক তাদের বড় বড় গুনাহসমূহ ক্ষমা করে দেন (কানযুল উম্মাল, কিতাবুল হজ্ব, অধ্যায় , খন্ড পৃষ্টা ২৯ হাদিস:১২১০১)

হাজীর কাছে ক্ষমার দোয়া করান!

    একটি হাদিসে রয়েছে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বয়ং হাজীদের জন্য দোয়া করেছেন: اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاج হে আল্লাহ হাজীদের ক্ষমা করুন, وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاج এবং হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করে তাকেও ক্ষমা করুন (মুস্তাদরাক, কিতাবুল মানাসিক, খন্ড পৃষ্টা ৮৪ হাদিস:১৬৫৪) একটি বর্ণনায় রয়েছে: الْحُجَّاجُ وَالْعُمَّارُ، وَفَدُ اللهِ إِنْ دَعَوَةُ أَجَابَهُمْ হাজী এবং উমরা পালনকারীরা আল্লাহ পাকে প্রতিনিধি, তারা যদি আল্লাহ পাকে নিকট দোয়া করে আল্লাহ কবুল করেন وانِ اسْتَغْفِرُوا غَفَرَ لَهُمْ আর তারা যদি আল্লাহ পাকে নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন

(ইবনে মাজাহ, কিতাবুল মানাসিক, পৃষ্টা ৪৬৯ হাদিস:২৮৯২)

    হযরত আবদুল্লাহ ইবনে উমর رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন তুমি কোনো হাজীর সঙ্গে দেখা করবে, তখন তাকে সালাম নিবেদন করো , করমর্দন করো, এবং সে বাড়িতে পৌঁছানোর আগে তার মাধ্যমে