Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

(নিজের জন্য) ক্ষমার দোয়া করাও , নিশ্চয় সে ক্ষমাপ্রাপ্ত (জামে সগীর, পৃষ্টা ৫৮, হাদিস:৮৪৭)

নিজেই প্রশ্ন করেছেন এবং নিজেই উত্তর দিলেন:

    ইবনে হিব্বান থেকে বর্ণিত আছে , একবার এক আনসারী সাহাবী প্রিয় নবী মাক্কী মাদানী মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট কিছু প্রশ্ন করার জন্য উপস্থিত হলেন , রাসূলে আকরাম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন, তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো এবং তুমি চাইলে আমিই তোমার প্রশ্নগুলি বলবো এবং আমিই সেগুলোর উত্তর দেব। সাহাবী বললেনঃ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনিই বলুন আমি কি জিজ্ঞেস করতে এসেছি। নবীয়ে করীম, রাউফুর রহিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেনঃ তুমি জিজ্ঞেস করতে এসেছো , একজন হাজী যখন তার ঘর থেকে বের হয় তখন তার জন্য সাওয়াব কী ? আরাফাতের ময়দানে অবস্থান করলে তার সাওয়াব কী? যখন সে জামারাতে রমি করে (অর্থাৎ শয়তানকে পাথর ছুড়ে মারে) তখন তার জন্য কী সাওয়াব ? যখন সে তার মাথা মু-ন করে তখন তার জন্য কী সাওয়াব? যখন হাজী সর্বশেষ তাওয়াফ সম্পন্ন করে তখন তার জন্য কী সাওয়াব? আনসারি সাহাবী বললেনঃ যিনি আপনাকে একজন সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন তার শপথ , নিশ্চয় আপনি সঠিকভাবে সব প্রশ্ন বলেছেন , এখন আমাকে সেগুলোর উত্তর দিন। রাসূলে আকরাম নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, যখন একজন হাজী তার বাড়ি থেকে বের হয়, তার প্রতিটি কদমের বিনিময়ে তার জন্য একটি নেক আমল লিপিবদ্ধ করা হয় এবং একটি গুনাহ ক্ষমা করা হয়, যখন সে আরাফাতের ময়দানে অবস্থান করে, তখন আল্লাহ পাক তাঁর মহিমা অনুযায়ী তাজাল্লী বর্ষণ করেন এবং বলেন , হে ফেরেশতাগণ তোমরা সাক্ষী থেকো আমি তার গুনাহ ক্ষমা করে