Book Name:Shoq e Hajj
তার কবর থেকে উচ্চস্বরে তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক) পড়তে পড়তে উঠবে। হাজী হজ্বের সফরকালে এক টাকা খরচ করার বিনিময়ে ১০ লাখ টাকা খরচ করার সওয়াব পায়। হাজী কাবার তাওয়াফের সৌভাগ্য অর্জন করলে তার উপর ৬০টি রহমত অবতীর্ণ হয়।হাজী মসজিদে হারামে (যেখানে কাবা শরীফ স্থাপিত সেই মসজিদে) নামায আদায় করলে ৪০টি রহমত অর্জিত হয়। হাজী মসজিদে হারামে পৌঁছে শুধুমাত্র কাবা শরীফ জিয়ারত করলে তার উপর ২০টি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ! কতইনা মহান এই ফজিলতগুলো। আল্লাহ পাক আমাদেরকে হজ্বের আগ্রহী বানিয়ে দিক , হায়...আমরাও যেন হজ্বের সৌভাগ্য লাভ করি। মনে রাখবেন! হজ্ব করতে টাকার প্রয়োজন হয় না বরং সত্যিকার আগ্রহের প্রয়োজন। আল্লাহ পাকের নিকট প্রকৃত আকাক্সক্ষা এবং সত্যিকারের ব্যাকুলতা দেখা হয়, যদি ব্যাকুলতা সত্য হয়, আকাক্সক্ষা সত্য হয়,আগ্রহ খাঁটি হয় তবে আল্লাহ পাকের রহমত অবশ্যই অর্জিত হয় , অবশ্যই কৃপাদৃষ্টি হয় এবং বান্দা হজ্বের সৌভাগ্য অর্জন করে।
ভারতের একটি ঘটনা : একদা হজ্বের মৌসমে ৯ই যিলহজ্ব (অর্থাৎ আরাফাতের দিনে) এক বৃদ্ধ লোক যিনি ঘাস কাটতেন । তিনি তার শস্যক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ তার অন্তরে হজ্বের ইচ্ছা জাগলো , ভাবতে লাগলেন, আজ আরাফাতের দিন, হাজীরা আরাফাতের ময়দানে সমবেত হবেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া ও মিনতি করবেন । এই কথাগুলো স্মরণে আসতেই বৃদ্ধ লোকটি বেদনার এক আফসোসের নিশ্বাস ছেড়ে বললেন: “আহ! আমিও যদি হজ্ব করতে পারতাম!