Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

হাজীর জন্য ক্ষমার সুসংবাদ

    হযরত আবু যর গিফারি رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, রহমতের রাসূল, উম্মতের সুপারিশকারী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, আল্লাহ নবী হযরত দাঊদ عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকে নিকট আরয করেন, হে আল্লাহ পাক যে সব বান্দা তোমার ঘরে  অর্থাৎ কাবা শরীফ জিয়ারত করতে আসে তাদের প্রতিদান কি ? মহান আল্লাহ পাক বললেনঃ হে দাঊদ! নিঃসন্দেহে যারা আমার কাবার হজ্ব করে, আমার দয়ার দায়িত্বে আবশ্যক যে, আমি তাদেরকে ইহকালে ক্ষমা করি এবং (কেয়ামতের দিন) যখন তারা আমার সাথে সাক্ষাৎ করবে , তখন আমি তাদেরকে ক্ষমা করে দিব

(মু'জামে আওসাত, খন্ড: পৃষ্টা ২৯৭ হাদিস:৬০৩৭)

    রাসুলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, যখন আরাফার দিন আসে, তখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ববোধ করে বলেন, হে ফেরেশতা! আমার বান্দাদের দেখ, তারা নোংড়া অবস্থায়, এলোমেলো চুল নিয়ে দূর দূরান্ত থেকে এসেছো আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি নিশ্চয়ই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, ফেরেশতারা জিজ্ঞেস করবেন হে আল্লাহ পাক তাদের মধ্যে পাপীও আছে , তখন আল্লাহ পাক বলেনঃ আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি (কানযুল উম্মাল, অধ্যায় খন্ড, পৃষ্টা ১২০৯৮)

হজ্ব দূর্বলদের জিহাদ:

    শহীদে কারবালা হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত , একবার এক ব্যক্তি আল্লাহসর্বশেষ নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে আরজ করলো , ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি অতিশয় দুর্বল তাই জিহাদে যেতে পারবো না , রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেনঃ هَلم إلى جِهَادِ