Shoq e Hajj

Book Name:Shoq e Hajj

    হে আশেকানে রাসুল! এমনও হতে পারে, কারো অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে যে, এটা কিভাবে সম্ভব ? ভারতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মুহুর্তের মধ্যে চার হাজার কিলোমিটার দূরের মক্কায় পৌঁছে গেছে , এই কুমন্ত্রণার প্রতিকার হলো, এটা আল্লাহ ওলীর কারামত এবং আল্লাহ পাক তাঁর মনোনীত বান্দা , আউলিয়ায়ে কেরামদেরকে কারামত দ্বারা ধন্য করেন আর ভারত থেকে মুহুর্তের মধ্যে মক্কায় পৌঁছে যাওয়ার যে কারামত তাকে 'জমি সংকীর্ণ' বলা হয়, (অর্থাৎ জমিন সংকীর্ণ করে দেয়া, দূরত্ব সংকীর্ণ করে দেয়া ) আর জমি সংকীর্ণতার প্রমাণও পবিত্র কোরআনে রয়েছে জী হ্যাঁ ! হযরত সুলায়মান عَلَیْہِ السَّلَام এর একজন উম্মত হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকে একজন কামিল ওলী ছিলেন হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর দরবার সাজানো ছিলহযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام বললেন, কে আছো যে আমার কাছে রাণী বিলকিসের সিংহাসন আনতে পারবে ? হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন, انا اتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ কানযুল ঈমান থেকে অনুবাদ: আমি সেটা হুযুরের সম্মুখে হাযির করবো চোখের একটি পলক ফেলার পূর্বেই

(পারা ১৯ সূরা নামল, আয়াত:৪০)

    অর্থাৎ হে আল্লাহ নবী عَلَیْہِ السَّلَام আমি চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার নিকট উপস্থিত করবো سُبْحٰنَ الله

    অতঃপর এমনই ঘটল, রাণী বিলকিসের সিংহাসন ইয়েমেন দেশে ৭টি কক্ষের ভেতর তালাবদ্ধ ছিল।হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতাবলে কারামত প্রকাশার্থে চোখের পলকে রাণী বিলকিসের সিংহাসন ইয়েমেন দেশ হতে হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর নিকট উপস্থিত করে দিলেন। জানা গেল, আল্লাহ পাকের ওলীদের জন্য জমিন