Book Name:Shoq e Hajj
দ্বীনি কিতাব সমূহ অধ্যয়ন করা উচিত। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিক্বত আমীরে আহলে-সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে ৭২ টি নেক আমলের মধ্যে অধ্যয়নের একটি নেক আমলও দিয়েছেন। সুতরাং নেক আমল নম্বর ৭১ এ রয়েছে, আপনি কি আজীবনের নিসাবের অধ্যয়ন করেছেন? (মিনহাজুল-আবেদিন, জাআল-হক্ব, বাহারে শরিয়ত ৯ম অধ্যায় থেকে মুরতাদের বর্ণনা , ১৬ তম অধ্যায় থেকে ক্রয়-বিক্রয়ের বর্ণনা এবং পিতামাতার অধিকারের বর্ণনা, (যদি বিবাহিত হয়) তবে ৭ম খন্ড থেকে মুহরিমের বর্ণনা এবং স্বামী-স্ত্রীর অধিকার, ৮ম অধ্যায় থেকে সন্তান লালন-পালনের বর্ণনা , তালাকের বর্ণনা, হুরমতে মুসাহারাত , যিহারের বর্ণনা এবং তালাকে কিনায়ার বর্ণনা। আলা হযরতের কিতাব "তামহীদুল-ঈমান, হুস্সামুল-হারামাইন, সেই সাথে মাকতাবাতুল-মদীনার কিতাব "কুফরিয়া কালেমাত কে বারে মে সাওয়াল জাওয়াব) এবং এছাড়াও অন্যান্য কিতাব ও পুস্তিকা রয়েছে , সেগুলো ৭২টি নেক আমলে দেখতে পারেন। সুতরাং আমাদেরও উচিত এই নেক আমলের উপর আমল করে এই গ্রন্থগুলো অধ্যয়ন করা, এতে প্রচুর দ্বীনি জ্ঞান লাভ হবে। আপনিও নিয়্যত করুন যে, ৭২টি নেক আমল পুস্তিকা পূরণ করবেন এবং এই গ্রন্থগুলিও অধ্যয়ন করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
শেখুপুরা (পাঞ্জাব, পাকিস্তান) থেকে একজন ইসলামী ভাইয়ের লেখার সারমর্ম হলো: اَلْحَمْدُ لِلّٰه আমার উমরাহ শরীফ পালন করার সৌভাগ্য লাভ করেছি। সেখানে আমার কুসুর (পাঞ্জাব, পাকিস্তান) এর একজন ক্বারী সাহেবের সাথে সাক্ষাৎ হয়। তিনি বললেন আমি দাওয়াতে ইসলামের আশেকানের