Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

করবেন, আমরা কি দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আকাঙ্ক্ষায় সুন্নাত মেনে চলি?

    প্রশ্ন হলো, আমরা যেমন আমাদের অন্যান্য আকাঙ্ক্ষা পূরণের জন্য দিনরাত পরিশ্রম করি, তেমনি এই আকাঙ্ক্ষার জন্যও কি কখনো পরিশ্রম করেছি? দিদারের নেয়ামত দ্বারা ধন্য করা বা না করা তা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইচ্ছা আমাদের পক্ষ থেকে তো দৃঢ় আকাঙ্ক্ষা থাকা উচিত, কাউকে যদি বাড়িতে আমন্ত্রণ করতে হয়, তিনি আসুক বা না আসুক, মানুষ তো বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখে যে, আগন্তুক হয়তো যেকোন সময় এসে পড়বে প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আসুক বা না আসুক, এটা তাঁর ইচ্ছা, আমাদের তো উচিত যে, অন্তর চোখ তাঁর পথে বিছিয়ে রাখা, তাঁর প্রেম, তাঁর সুন্নাতের ভালোবাসা আমাদের অন্তরে সাজিয়ে রাখা আফসোস! আমরা এটাও করতে পারি না...! আহা! আমাদের যেন দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আকাঙ্ক্ষা নসীব হয়ে যায়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!             صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমাম সুয়ূতী এবং ইলমে হাদীসের আগ্রহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِএর দ্বীনি জ্ঞানের প্রতি খুব আগ্রহ ছিল তিনি প্রচুর কিতাব পড়তেন, খুব আগ্রহ উৎসাহের সাথে দ্বীনি জ্ঞান শিখতেন এবং অন্যদের কাছে জ্ঞানের কথা পৌঁছাতেন তিনি ইলমে তাফসীর, ইলমে হাদীস, ইলমে ফিকাহ এবং ইলমে লুগাত ইত্যাদি অনেক শাস্ত্রে পূর্ণ দক্ষতা রাখতেন জ্ঞানের ময়দানে সবচেয়ে বড় স্তর হলো মুজতাহিদের এবং ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিছু শাস্ত্রে মুজতাহিদের স্তরে পৌঁছেছিলেন