Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কারামত
ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একজন খাদেম ছিলেন, হযরত মুহাম্মদ বিন আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ। তিনি বলেন: একদিন ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাকে বললেন: যদি আমার মৃত্যুর আগে তুমি আমার গোপনীয়তা প্রকাশ না করো, তাহলে আজ আসরের নামায মক্কা মুকাররমায় পড়ার ইচ্ছা আছে। আমি আরয করলাম: হ্যাঁ! ঠিক আছে (আমি গোপনীয়তা প্রকাশ করবো না)। ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার হাত ধরলেন এবং বললেন: চোখ বন্ধ করো! আমি চোখ বন্ধ করলাম। আমরা প্রায় ২৭ কদম হেঁটেছিলাম, তখন তিনি বললেন: এখন চোখ খোলো! আমি চোখ খুললাম তো আমরা মক্কা মুকাররমায় জান্নাতুল মা’লার দরজায় ছিলাম। আমরা মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা رَضِیَ اللهُ عَنْہَا এর পবিত্র মাযার যিয়ারত