Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

করানো হয়েছিল, এর কিরূপ বরকত প্রকাশ পেয়েছিল, اَلْحَمْدُ لِلّٰه ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন

৭৭ বার জাগ্রত অবস্থায় দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপর আল্লাহ পাকের বড় রহমত ছিল, তাঁকে অনেক বিশেষ নেয়ামত দ্বারা ধন্য করা হয়েছিল এর মধ্যে একটি খুব বড় নেয়ামত ছিল দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمহ্যাঁ! ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব, যাঁর স্বপ্নে নয় বরং জাগ্রত অবস্থায় ৭৭ বার প্রিয় আক্বা, রাসূলে খোদা, আহমদে মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিদার নসীব হয়েছিল (বাহজাতুল আবেদীন, পৃষ্ঠা ১৫৩)

سُبْحٰنَ الله! কী শান ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর...! নিশ্চিতভাবে স্বপ্নেও দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নসীব হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, অনেক বড় নেয়ামত, এটি সেই নেয়ামত যার জন্য আশিকরা প্রাণ বাজি রাখতে প্রস্তুত হয়ে যায়

মোটকথা, দিদারে মুস্তফা সেই মহান নেয়ামত, যার জন্য আশিকরা ছটফট করে, অশ্রু ঝরায়, কাঁদে বিলাপ করে, কিন্তু ইমাম সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ভাগ্য দেখুন! তাঁর স্বপ্নে নয়, বরং জাগ্রত অবস্থায়, সম্পূর্ণ সজাগ অবস্থায় দিদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌভাগ্য অর্জিত হয়েছিল এবং একবার নয়, বারবার অর্জিত হয়েছিল, ৭৭ বার নসীব হয়েছিল

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমাম সুয়ূতীও! জান্নাতী...! জান্নাতী!!

মাম জালালুদ্দীন সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার যখন আমাকে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিদারের সৌভাগ্য