Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কয়েকটি মোবারক অভ্যাস

প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জালালুদ্দীন সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ * খুবই নেককার, পরহেযগার, তাকওয়াবান * সুন্নাতের আমলধারী এবং * সব সময় শরীয়তের অনুসরণকারী ছিলেন * তিনি বলতেন: আমি যখন বছরের ছিলাম, তখন আমার হৃদয়ে নেক কাজের এবং নেকীর দাওয়াত দেয়ার ভালোবাসা খারাপ কাজের ঘৃণা ঢুকিয়ে দেয়া হয়েছিল * যে ব্যক্তি খারাপ কাজের দাওয়াত দিত, আমি তাকে স্বাভাবিকভাবেই ঘৃণা অনুভব করতাম * আমি ছোটবেলা থেকেই নেককারদের সম্পর্কে ভালো ধারণা রাখতাম * তাড়াহুড়ো পরিহার করা এবং প্রতিটি কাজ ভেবেচিন্তে করা তাঁর মোবারক অভ্যাস ছিল * তিনি মুসলমাদের প্রতি সুধারণা রাখতেন, এমনকি কারো খারাপ আলোচনা শুনেও তাকে খারাপ মনে করতেন না, বরং তার সম্পর্কে ভালো ধারণা রাখতেন * তিনি বলেন: আমি সুন্নাতকে, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় প্রিয় হাদীসগুলোকে এবং নেককারদেরকে ভালোবাসি আমি যদি জানতে পারি যে, অমুক জায়গায় একজন নেককার ব্যক্তি বাস করেন, আমি তাঁর সাক্ষাতের জন্যও উপস্থিত হই এবং তাঁর থেকে তাবাররুকও গ্রহণ করি (অর্থাৎ তাঁর সত্তা এবং তাঁর সাথে সম্পর্কিত জিনিস থেকে বরকতও গ্রহণ করি)(বাহজাতুল আবেদীন, পৃষ্ঠা ১৭২)

 سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু চিন্তা করুন! যুগের এত বড় ইমাম সাহেবের কতই না সুন্দর সুন্দর অভ্যাস! আল্লাহ পাক আমাদেরকেও এমন সুন্দর সুন্দর অভ্যাস নসীব করুক আহা! যদি আমাদেরও তাকওয়া ও পরহেযগারীতা অর্জিত হতো, আহা! যদি নেক কাজের ভালোবাসা এবং গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি