Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

হয় * সুন্নাত আদবও শেখানো হয় এবং * অনুবাদ তাফসীর শোনারও সুযোগ পাওয়া যায় * আপনারাও এতে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله অনেক বরকত নসীব হবে

দোয়ায়ে আত্তার: ইয়া আল্লাহ! প্রাপ্তবয়ষ্ক প্রাপ্তবয়ষ্কাদের মাদরাসাতুল মদীনায় পড়ুয়া শিক্ষাদানকারীদেরকে চোখের পলকে পুলসিরাত পার হওয়ার সৌভাগ্য দান করো

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত এবং জীবন-যাপনের কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِيْ فَقَدْ اَحَبَّنِيْ وَمَنْ اَحَبَّنِيْ كَانَ مَعِيَ فِي الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো এবং যে আমাকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে (তারিখে দামেশক, /৩৪৩)

হাত মেলানোর সুন্নাত আদব

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীর আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার ক্বাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ১০১ মাদানী ফুল” নামক পুস্তিকা থেকে হাত মেলানোর কয়েকটি সুন্নাত ও আদব শুনি: প্রথমে প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ করুন: * যখন দুজন মুসলমান সাক্ষাৎকালে মুসাফাহা করে এবং একে অপরের খবরাখবর জিজ্ঞেস করে, তখন আল্লাহ পাক তাদের মাঝে একশোটি (১০০) রহমত অবতীর্ণ করেন, যার মধ্যে নিরানব্বইটি (৯৯) রহমত আন্তরিকতার সাথে সাক্ষাৎকারী এবং ভালোভাবে নিজের ভাইয়ের খবরাখবর জিজ্ঞেসকারীর জন্য হয়ে থাকে। (মু’জামু আওসাত, ৫/৩৮০, নাম্বার ৭৪৭২) * যখন দুজন বন্ধু পরস্পর