Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বিশেষভাবে হাদীস পড়ার প্রতি খুব আগ্রহী ছিলেন তিনি হাদীস শরীফের অনেক কিতাবও লিখেছেন এবং হাদীস মুখস্ত করতেন তিনি বলেন: আমি পৃথিবীর বুকে লাখ হাদীস প্রাপ্ত হয়েছি, আমি সেগুলোর সব মুখস্ত করে নিয়েছি যদি আরও পেতাম তো সেগুলোও মুখস্ত করে নিতাম (আল কাওয়াকিবুস সায়িরা, ১ম অংশ, পৃষ্ঠা ২২৯)

سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! এটি কত পরিশ্রমের কাজ হাদীস, এর বর্ণনাকারীদের নাম, তারপর প্রত্যেক বর্ণনাকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করা, কোন বর্ণনাকারী দুর্বল, কোনটি সহীহ ইত্যাদি যাচাই-বাছাই করা, ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই সমস্ত বিবরণ সহ লাখ হাদীস মুখস্ত রেখেছিলেন ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আগ্রহ পরিশ্রমের প্রতিদান কী পেয়েছিলেন? শুনুন!

রিসালাতের দরবার থেকে উপাধি লাভ

ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কিতাব আছে: জাম'উল জওয়ামি' এই কিতাবে ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীসসমূহ একত্রিত করেছেন ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার যখন আমি স্বপ্নে প্রিয় নবী, রাসূলে হাশিমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দীদারের সৌভাগ্য লাভ করলাম, তখন আমি আমার কিতাব জাম'উল জাওয়ামি' কথা উল্লেখ করলাম এবং আরয করলাম: ইয়া রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি কি এই কিতাব থেকে কিছু পড়ে শোনাবো? প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: শোনাও! হে শায়খুল হাদীস...!

মাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় আক্বা, দুজাহানের দাতা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে শায়খুল হাদীস বলাটা এমন একটি সুসংবাদ,