Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ
এর অনুগ্রহে দাওয়াতে ইসলামী হাদীসে মুস্তফারও সহজলভ্যতা তৈরি করেছে। যদি আমরা অন্তরে হাদীসে মুবারাকা পড়ার আগ্রহ রাখি, তাহলে দাওয়াতে ইসলামীর বরকতে খুব সহজে হাদীস পড়তে ও বুঝতে পারবো। * মাকতাবাতুল মদীনার কিতাব: ফয়যানে রিয়াযুস সালেহীন। এতে ১৮৯৬টি হাদীস সহজ অনুবাদ ও ব্যাখ্যা সহকারে উল্লেখ করা হয়েছে। * মাকতাবাতুল মদীনার আরেকটি কিতাব: আনওয়ারুল হাদীস (এতে ঈমানিয়াত, নামায এবং রোযা ইত্যাদি সম্পর্কিত হাদীসসমূহ সংগ্রহ করা হয়েছে)। * একইভাবে আরও অনেক হাদীসের কিতাবের উপর কাজ করা হয়েছে, সেগুলো দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোডও করা যাবে এবং পড়াও যাবে।
ফয়যানে হাদীস মোবাইল অ্যাপ্লিকেশন
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী আধুনিক প্রযুক্তির মাধ্যমেও হাদীসে মুবারাকার খেদমতে সদা ব্যস্ত রয়েছে। এই উপলক্ষে اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুবই সুন্দর, অভিনব এবং অত্যন্ত উপকারী একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফয়যানে হাদীস’ প্রকাশ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনে হাদীস শরীফের খুবই প্রসিদ্ধ কিতাব মিশকাতুল মাসাবীহ এবং এর সহজ ব্যাখ্যা মিরাতুল মানাজীহ, এছাড়াও ফয়যানে রিয়াযুস সালেহীন, আরবাঈনে হানাফিয়া, মুন্তাখাব হাদীসেঁ এবং আরবাঈনে নাওয়াবিয়াও অন্তর্ভুক্ত আছে।
ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং দ্বীনি কিতাবাদি
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জালালুদ্দীন সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মূল কর্মক্ষেত্র ছিল রচনা ও সংকলন। অর্থাৎ তাঁর বেশিরভাগ কাজ ছিল দ্বীনি কিতাব লেখা। যদিও তিনি যৌবনকাল থেকেই কিতাব লেখা শুরু করেছিলেন, তবে ৪০ বছর বয়সে তিনি