Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ
اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا
(পারা ১৯, সূরা নামল, আয়াত ৩৮)
কানযুল ঈমানের অনুবাদ: তোমাদের মধ্যে কে আছো, যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারে।
হযরত আসিফ বিন বারখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর উজির ছিলেন, তিনি ইসমে আযম জানতেন। তিনি আরয করলেন:
اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَؕ-
(পারা ১৯, সূরা নামল, আয়াত ৪০)
কানযুল ঈমানের অনুবাদ: আমি সেটা হুযুরের সম্মুখে হাযির করবো চোখের একটা পলক মারার পূর্বেই।
সুতরাং হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام চোখ বন্ধ করে খুললেন, তো সিংহাসন সামনে উপস্থিত ছিল। শত শত মাইল দূর থেকে চোখের পলকে রাণী বিলকীসের ভারী সিংহাসন এনে হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর খেদমতে পেশ করে দেওয়া, এটি طَیُّ الْاَرْض (অর্থাৎ ভূমি সংকুচিত হয়ে যাওয়া) এর একটি উদাহরণ।
ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয়
ইসলামী ভাইয়েরা!
ইমাম জালালুদ্দীন
সুয়ূতী رَحْمَۃُ
اللهِ
عَلَیْہِ
নবম হিজরী শতকের
মুজাদ্দিদ এবং
ওলীয়ে কামিল ছিলেন।
(আল
কাওয়াকিবুস
সায়িরা, ১ম
অংশ, পৃষ্ঠা-২২৯) * তিনি ৮৪৯ হিজরীর
১লা রজবুল মুরাজ্জাব
মিশরের কায়রো শহরে
জন্মগ্রহণ করেন
এবং আনুমানিক ৬২
বছর এই দুনিয়াতে
থেকে ১৯ জুমাদাল
উলা, ৯১১
হিজরীতে দুনিয়া
থেকে বিদায় নেন।
* তাঁর নাম:
আব্দুর রহমান * উপনাম:
আবুল ফজল এবং উপাধি:
জালালুদ্দীন।
নীল নদের তীরে
সুয়ূত নামক একটি
গ্রাম ছিল,
তিনি সেখানেই
বসবাস করতেন, তাই তাকে
সুয়ূতী বলা হয়।
(আন নুরুস
সাফিরা,
পৃষ্ঠা ৯০) * ইমাম সুয়ূতী
رَحْمَۃُ
اللهِ
عَلَیْہِ
এর শ্রদ্ধেয়