Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ
শত্রুতা দূর হয়। * যতবার সাক্ষাৎ হবে ততবার হাত মেলাতে পারেন। * উভয়ের পক্ষ থেকে এক এক হাত দিয়ে মুসাফাহা করা সুন্নাত নয়, দু'হাত দিয়ে মুসাফাহা করা সুন্নাত। * কিছু লোক শুধু আঙ্গুলই পরস্পর ঠেকিয়ে দেয়, এটিও সুন্নাত নয়। * হাত মেলানোর পর নিজের হাত চুম্বন করা মাকরুহ। (বাহারে শরীয়ত, ১৬তম অংশ, ৩/৪৭২) * হাত মেলানোর পর নিজের হাতের তালু চুম্বনকারী ইসলামী ভাইয়েরা নিজেদের অভ্যাস ত্যাগ করুন। ٭ * যদি আমরদ (অর্থাৎ সুদর্শন বালক) এর সাথে হাত মেলানোর সময় যৌন উত্তেজনা আসে, তবে তার সাথে হাত মেলানো জায়িয নয়, বরং যদি দেখলেও যৌন উত্তেজনা আসে, তবে এখন দেখাও গুনাহ। (দুররে মুখতার, ২/৯৮) * মুসাফাহা করার সময় (অর্থাৎ হাত মেলানোর সময়) সুন্নাত হলো হাতে রুমাল ইত্যাদির আড়াল না থাকা, উভয় হাত খালি থাকা এবং হাতের তালুর সাথে তালু মিলানো।
(বাহারে শরীয়ত, ১৬তম অংশ, ৩/৪৭১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যখনই চাঁদ দেখা যায়, তখনই পড়ার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "যখন চাঁদ দেখা যায় তখনকার পড়ার দোয়া" মুখস্থ করানো হবে। সেই দোয়াটি হলো:
اَعُوْذُ بِا للهِ مِنْ شَرِّ ھٰذَا الْغَاسِقِ
অনুবাদ: আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, এই অন্ধকার হয়ে যাওয়ার অনিষ্ট থেকে। (খাযিনায়ে রহমত, পৃষ্ঠা ৬৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد