Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ
সম্পূর্ণভাবে নির্জনবাসী হয়ে গিয়েছিলেন। এরপর থেকে তার দুটি কাজই ছিল: কিতাব লেখা এবং আল্লাহ পাকের ইবাদতে সময় কাটানো। (আল কাওয়াকিবুস সায়িরা, ১ম অংশ, পৃষ্ঠা ২২৯)
তিনি অসংখ্য কিতাব লিখেছেন, দ্বীনি বিষয়গুলিতে খুব কমই এমন বিষয়বস্তু পাওয়া যাবে, যে বিষয়ে তাঁর কিতাব নেই। বরং * ইলমে তাফসীরে তাঁর কিতাব আছে * ইলমে হাদীসে তিনি কয়েকটি কিতাব লিখেছেন * তাসাউফ এবং ফিকরে আখিরাত ইত্যাদি বিষয়বস্তুতেও তিনি কিতাব লিখেছেন * ফিকাহে তাঁর কিতাব আছে * মোটকথা প্রায় প্রতিটি বিষয়েই তাঁর কোনো না কোনো কিতাব, কোনো না কোনো পুস্তিকা সাধারণত পাওয়া যায়।
ইমাম সুয়ূতী এবং মুস্তফার পিতামাতার খেদমত
* রচনা ও সংকলনের ময়দানে তাঁর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো তাঁর ৬টি পুস্তিকা, যেগুলোতে তিনি প্রমাণ করেছেন যে, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানিত পিতামাতা মুসলমান ছিলেন। কিছু লোক ছিল যারা مَعَاذَ الله প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানিত পিতামাতাকে মুসলমান মানতো না। সম্ভবত ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রথম ব্যক্তিত্ব, যিনি এই বিষয়ে সুসংগঠিত কিতাব লিখেছেন এবং তাও এক-দুটি নয়, বরং পুরো ৬টি পুস্তিকা লিখেছেন এবং সেগুলোতে কুরআন ও হাদীসের আলোকে শক্তিশালী দলিল সহকারে প্রমাণ করে দেখিয়েছেন যে, হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ ও আমেনা رَضِیَ اللهُ عَنْہُمَا পর্যন্ত প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বংশে যত পুরুষ ও মহিলা রয়েছেন, সবাই মুসলমান, নেককার, ইবাদতকারী, পরহেযগার এবং নিজ নিজ সময়ের উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব ছিলেন।