Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

করলাম, তারপর হেরেম শরীফে পৌঁছলাম, তাওয়াফ করলাম, যমযম শরীফ পান করলাম, তারপর মাকামে ইবরাহীমের কাছে বসে গেলাম, তারপর আসরের নামায পড়লাম এসব করার পর ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাকে (অর্থাৎ তার খাদিম মুহাম্মদ বিন আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে) বললেন: যদি চাও তাহলে আমার সাথে ফিরে চলো, নতুবা হাজীদের সাথে চলে এসো আমি আরয করলাম: হুযুরের সাথেই যাবো সুতরাং আমরা জান্নাতুল মালার দরজা পর্যন্ত এলাম ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: চোখ বন্ধ করো! আমি চোখ বন্ধ করলাম কিছুক্ষণ পর বললেন: চোখ খোলো! আমি চোখ খুললাম তো আমরা আবার মিশর পৌঁছে গিয়েছিলাম

(আল কাওয়াকিবুস সায়িরা, ১ম অংশ, পৃষ্ঠা ২২৯)

দূরত্ব সংকুচিত হওয়াও একটি কারামত

প্রিয় ইসলামী ভাইয়েরা! দূরত্ব সংকুচিত হওয়াও একটি কারামত, একে طَیُّ الْاَرْض (অর্থাৎ ভূমির সংকুচিত হওয়া) বলা হয় আল্লাহ পাক তাঁর ওলীদেরকে এই বিশেষ ক্ষমতা দান করেন যে, তাঁরা এই দুনিয়াতে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, বাহ্যিক উপায়-উপকরণ ছাড়াই ভ্রমণ করতে পারেন আর যে সফর সাধারণ মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা এমনকি মাসব্যাপী হয়, আওলিয়ায়ে কেরাম তা কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন করে ফেলেন কারামতের এই প্রকারের উল্লেখ কুরআনুল করীমেও আছে, পারা: ১৯, সূরা নামল- উল্লেখ আছে যে, রাণী বিলকীস আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর খেদমতে হাজির হওয়ার জন্য সাবা দেশ থেকে যাত্রা করেছিলেন হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام যখন এই খবর পেলেন, তখন তাঁর দরবারীদের বললেন: