Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

যা আমার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, তার সব কিছুর চেয়েও বড় (আন নূরুস সাফির, পৃষ্ঠা ৯১)

হাদীস পাঠের ফযিলত

سُبْحٰنَ الله! ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কী শান! আল্লাহ পাক আমাদেরকেও হাদীস পড়া, লেখা, বোঝা এবং মুখস্থ করার তাওফীক দান করুক হাদীসসমূহ হলো আমাদের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক মুখ নিঃসৃত বাণী হাদীসের প্রতিটি শব্দ জ্ঞান প্রজ্ঞার সাগর এই শব্দগুলোতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য আলো, নূর এবং হেদায়েত রয়েছে কিন্তু আফসোস! এখন হাদীস পড়ার আগ্রহ কমে আসছে

আগের মুসলমানেরা হাদীস পড়ার খুবই আগ্রহী ছিলেন এই উচ্চ মর্যাদার লোকেরা যদি খবর পেতেন যে, অমুক জায়গায় একজন ব্যক্তি আছেন যিনি একটি হাদীস জানেন, তাহলে তাঁরা শুধু একটি হাদীস শোনার জন্য ঘর-বাড়ি ছাড়তেন, ব্যবসা-বাণিজ্য বন্ধ করতেন এবং হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধু একটি হাদীস পড়তে যেতেন

হযরত যাকারিয়া বিন আদি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত আবদুল্লাহ ইবনে মুবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইন্তেকালের পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম: مَافَعَلَ اللهُ بِكَ ؟ আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন: হাদীস শিক্ষার জন্য সফরের কারণে আল্লাহ পাক আমার মাগফিরাত করে দিয়েছেন

(শরফু আসহাবিল হাদীস, ৩য় অংশ, পৃষ্ঠা ১০৮, নাম্বার ২৪১)

দাওয়াতে ইসলামী এবং হাদীসের খেদমত

্রিয় ইসলামী ভাইয়েরা! এই ফিতনার যুগে আপনাদের দাওয়াতে ইসলামী اَلْحَمْدُ لِلّٰه হাদীস শরীফের খেদমতেও সদা ব্যস্ত রয়েছে। আল্লাহ পাকের দয়া এবং তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم