Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ
হতো, আহা! সুন্নাতের ভালোবাসা অর্জিত হতো এবং নেককারদের বরকত লুটে নেয়ার সুযোগ নসীব হয়ে যেতো!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه এই যুগে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী দ্বীনি জ্ঞান প্রচার, সাহাবা ও আহলে বাইত, আওলিয়া ও ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা জাগানো এবং উম্মতকে নেক কাজের প্রতি উৎসাহিত করায় নিয়োজিত। আপনারাও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, ১২টি দ্বীনি কাজেও বেশি বেশি অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله এর অনেক বরকত নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনা।
* হাদীস শরীফে রয়েছে: তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যে কুরআন শিখে এবং শেখায়। (বুখারী কিতাবু ফাযায়িলিল কুরআন, পৃষ্ঠা ১২৯৯, হাদীস ৫০২৭) * কুরআন মজীদ আল্লাহ পাকের কিতাব * বান্দাদের প্রতি দয়ালু প্রতিপালকের বার্তা * কিন্তু আফসোস! আজ মুসলমানরা কুরআনুল করীম থেকে অনেক দূরে সরে যাচ্ছে * অনেক মানুষ দেখে দেখেও বিশুদ্ধভাবে কুরআনুল করীম পড়তে পারে না * যারা পড়ে, তারাও তাজবীদ ও মাখরাজের এমন ভুল করে, যার কারণে নামাযই হয় না। * اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী কুরআনের ফয়যান প্রচারে নিয়োজিত * মসজিদ, দোকান এবং বাজার ইত্যাদি স্থানে প্রাপ্তবয়ষ্কদের মাদারাসাতুল মদীনা বসানো হয় * মাত্র ৩৫ থেকে ৪৫ মিনিটের ক্লাস হয়ে থাকে * এতে বিশুদ্ধ তাজবীদ ও কেরাত সহকারে কুরআন পড়া ও শেখানো হয় * ফরয ইলমও শেখানো