Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

Book Name:Faizan e Imam Syuti رحمۃ اللہ علیہ

যেসব ইসলামী ভাই আরবি পড়তে জানেন, তাদের উচিত ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই ৬টি পুস্তিকা অবশ্যই পড়া আর যারা আরবি পড়তে পারেন না, তাদের জন্যও সুসংবাদ এই যে, "আখেরি নবী কি ওয়ালেদাঈনে কারীমাইন" নামের একটি বিশদ কিতাব উর্দু ভাষায় দাওয়াতে ইসলামীর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে www.dawateislami.net থেকে এই কিতাবটি ডাউনলোড করুন! পড়ুন! এবং ঈমান তাজা করুন!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আমীরে আহলে সুন্নাতের পুস্তিকার মাদানী বাহার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্তমান যুগে আল্লাহ পাক শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর উপরও অনেক রহমত বর্ষণ করেছেন ইমাম সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মতো তিনিও রচনা সংকলনের প্রতি খুবই আগ্রহী এবং اَلْحَمْدُ لِلّٰه তাঁর কলমেও আল্লাহ পাক প্রভাব দান করেছেন তাঁর লেখা দ্বীনি পুস্তিকা কিতাব পড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এসেছে ভারতের ইউপি-এর ঘটনা, একজন ব্যক্তি যে অমুসলিম ছিল এবং মুসলমানদের খুবই ঘৃণা করতো তার ভাগ্যের তারকা জ্বলে উঠলো এবং সে কোনোভাবে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর "ইহতিরামে মুসলিম" নামের পুস্তিকাটি পেলো যখন সে এই পুস্তিকাটি পড়লো, তখন সে বিস্মিত হলো যে, যেই মুসলমানদেরকে আমি ঘৃণা করি, তাদের ইসলাম ধর্ম কত সুন্দর এই পুস্তিকাটি পড়ে তার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হলো কিছুদিন পর তার কয়েকজন ইসলামী ভাইয়ের সাথে দেখা হলো এবং সেই অমুসলিম ওই ইসলামী ভাইদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলো (তারুফে আমীরে আহলে সুন্নাত, পৃষ্ঠা ২৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد