Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

আড়ালে থাকা জিনিস গুনাহের কারণে অন্তরে যে ময়লা জমে, সুফিয়ায়ে কেরাম তাকে 'হিজাব' বলেন এভাবে 'কাশফুল মাহজুব' এর অর্থ দাঁড়াবে: অন্তরের পর্দা খোলার কিতাবó খাজা নিজামুদ্দিন আউলিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: "যার কোনো পীরে কামিল নেই, সে যেন 'কাশফুল মাহজুব' পড়ে নেয়, পীরে কামিল পেয়ে যাবে" (ফয়যানে দাতা আলী হাজবেরী, পৃষ্ঠা: ৫৮)

 

কাশফুল মাহজুবের একটি অধ্যায়ের সারসংক্ষেপ

হে আশিকানে রাসূল! 'কাশফুল মাহজুব' শরীফের একটি অধ্যায় হলো: কাশফে হিজাব: আদবের বয়ান এই অধ্যায়ে হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মূলতঃ ৩টি বিষয় উল্লেখ করেছেন: () আদব কাকে বলে? () আদবের প্রকারভেদ () এবং বিভিন্ন ধরনের জীবন-আদব

 

আসুন! 'কাশফুল মাহজুব' শরীফের এই অধ্যায় থেকে দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষা কিছু উপদেশ শোনার সৌভাগ্য অর্জন করি আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ায়ে কেরামের ভালবাসা এবং তাঁদের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুক اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم

 

আদবের গুরুত্ব

হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সমস্ত দ্বীনি দুনিয়াবী কাজের সৌন্দর্য আদবে নিহিত প্রত্যেক ব্যক্তির জন্য তার মর্যাদা অনুযায়ী আলাদা আলাদা আদব রয়েছে ভদ্রতা, সুন্নাত এবং সম্মানের সুরক্ষা আদবের মাধ্যমেই হয় (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪৯২) আল্লাহ পাক কুরআন করিমে ইরশাদ করেন: