Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

প্তাহিক ইজতিমার হালকার শিডিউল আগস্ট ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

ডান হাতে লেনদেনের অবশিষ্ট সুন্নাত ও আদব

ইসলামে ডান অংশকে মুবারক মনে করা হয়, কারণ কিয়ামতে নেককারদের আমলনামাও এই হাতেই থাকবে (মিরআতুল মানাজিহ, /২৮৭) হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  তাঁর সমস্ত কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন (বুখারী, /৮১, হাদীস: ১৬৮) ডান হাতে খাবেন, বাম হাতে খাওয়া, পান করা, নেওয়া, দেওয়া শয়তানের পদ্ধতি (খাবারের ইসলামী পদ্ধতি, পৃষ্ঠা ) কাউকে পানি পান করানোর সময় জগ ডান হাতে থাকবে, যখন গ্লাস বাম হাতে থাকবে এবং বাম হাতে গ্লাস অন্যদের দেবেন কারো কাছ থেকে জগ এবং গ্লাস দুটোই নিতে হলে আমরা দুটো হাত দিয়ে একসাথে নিয়ে নিই, এটা ভুল পদ্ধতি প্রথমে ডান হাত দিয়ে জগ নিন এবং তারপর জগকে বাম হাতে ধরুন যাতে ডান হাত খালি হয়ে যায় এবার ডান হাত দিয়ে গ্লাস নিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!            صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অজ্ঞতা থেকে আশ্রয় প্রার্থনার দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমার সময়সূচী অনুযায়ী "অজ্ঞতা থেকে আশ্রয় প্রার্থনার দোয়া" মুখস্ত করানো হবে দোয়াটি হলো: اَعُوۡذُ بِاللّٰہِ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡجٰہِلِیۡنَ ﴿۶۷﴾

 

অনুবাদ: আমি আল্লাহর কাছে অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি (ফয়যানে দোয়া, পৃষ্ঠা ২৪৫)