Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
اَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ(۱۹۹)
নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুক ফিরিয়ে নিন।
তাফসীরে সিরাতুল জিনানে আছে: এই আয়াতে নবী করীম, রউফুর রহিম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ কে ৩টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে: (১): যে অপরাধী ক্ষমা চেয়ে আপনার কাছে আসে, তার প্রতি স্নেহ ও অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিন (২): ভালো ও উপকারী কাজ করার জন্য লোকদেরকে নির্দেশ দিন (৩): অজ্ঞ ও নির্বোধ লোকেরা আপনাকে মন্দ কথা বললে তাদের সাথে ঝগড়া করবেন না, বরং জ্ঞানের প্রকাশ ঘটান। (তাফসীরে সিরাতুল জিনান, পারা ৯, সূরা আ'রাফ, ১৯৯ নং আয়াতের পাদটিকা, ৩/৫০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি
ó দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রায় ৪০০ হিজরীতে দুনিয়ায় আগমন করেন। ó তাঁর নাম আলী এবং সম্মানিত পিতার নাম: উসমান। ó দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আফগানিস্তানের গজনি এলাকার বাসিন্দা ছিলেন। গজনির একটি মহল্লা হলো: হাজবের।দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই মহল্লায় থাকতেন, সেই সূত্রেই হাজবেরী বলা হয়। ó তিনি نَجِيبُ الطَّرَفَيْنِ অর্থাৎ হাসানি ও হুসাইনী সৈয়দ। ó শুরু থেকেই তিনি অনেক বেশি নেককার, পরহেযগার, ইবাদতকারী এবং দ্বীনি ইলমের প্রতি গভীর আগ্রহী ছিলেন। ó দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বীনি ইলম শেখার জন্য ইরাক, সিরিয়া, লেবানন, আজারবাইজান, খুরাসান এবং তুর্কিস্তানসহ বিভিন্ন দেশে সফর করেছেন, সেই সময়ের বড় বড় আলেম ও সুফিদের থেকে দ্বীনি ইলম শিখেছেন।