Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

এই স্থানে দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জীবনের বিভিন্ন আদব বর্ণনা করেছেন আসুন! এর মধ্যে কয়েকটি শুনি:

 

উত্তম সঙ্গ খুবই জরুরি

মানুষের সাথে মেলামেশা এবং সম্পর্ক রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষ সবসময় নেক সঙ্গ অবলম্বন করবে, খারাপ সঙ্গ থেকে সর্বদা দূরে থাকবে দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নফসের অভ্যাস হলো, সে তার সঙ্গীদের থেকে আরাম পায়, যে ধরনের মানুষের সঙ্গে বসে, তাদেরই অভ্যাস গ্রহণ করে একারণে মাশায়েখ (অর্থাৎ আউলিয়ায়ে কেরাম) সবার আগে বন্ধুত্বের হকের প্রতি মনোযোগ দেন এবং মুরিদদেরও এরই উৎসাহ দেন এমনকি মাশায়েখের কাছে বন্ধুত্বের আদব শেখা এবং এর উপর আমল করা ফরযের মর্যাদা রাখে

(কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪৯৯)

 

হাদীস পাকে আছে: الرَّجُلُ عَلَى دِینِ خَلِيلِهِ، فَلْيَنْظُرُ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে, তাই তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে, সে কার সাথে বন্ধুত্ব করছে (তিরমিযী, কিতাবুয যুহদ, পৃষ্ঠা: ৫৬৬, হাদীস: ২৩৭৮)

 

নিজের জন্য দোয়া কেন চান না...?

কাশফুল মাহজুব’- হযরত দাতা গঞ্জেবখশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: এক ব্যক্তি তাওয়াফের সময় শুধু এই দোয়া করছিল: اللّٰهُمَّ اَصْلِحْ إِخْوَانِی হে আল্লাহ পাক! আমার বন্ধুদেরকে নেককার বানিয়ে দাও কেউ তাকে জিজ্ঞাসা করল: এই স্থানে তুমি নিজের জন্য দোয়া কেন করছ না? শুধু বন্ধুদের জন্যই কেন দোয়া করছ? সেই ব্যক্তি খুব চমৎকার উত্তর দিল,