Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
তোলার সময় ভদ্রতার খেয়াল রাখবে, এমন আচরণ করবে না, যা লোকেরা অপছন্দ করে। ó প্রথম গ্রাস লবণাক্ত খাবার দিয়ে শুরু করবে। ó দস্তরখানায় বসা লোকদের প্রতি ঈসার করবে। ó ডান হাতে খাবে। ó অন্যদের গ্রাসের দিকে তাকাবে না। ó ছোট ছোট গ্রাস নেবে এবং খুব ভালো করে চিবিয়ে খাবে। ó খাওয়ার সময় তাড়াহুড়ো করবে না, কারণ এতে বদহজম হয় এবং এটা সুন্নাতেরও পরিপন্থী।ó খাওয়া শেষ করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবে। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৫১৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, দাতা হুযুর
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কত সুন্দর আদব শিখিয়েছেন। এখানে একটি বিষয়ে মনোযোগ দিন! দাতা হুযুর رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ-এর কিতাব হলো: ‘কাশফুল মাহজুব’। তিনি এই কিতাবটি তাসাওউফের সূক্ষ্ম বিষয়গুলো বর্ণনা করার জন্য, অন্তর থেকে উদাসীনতার পর্দা সরানোর জন্য, অন্তরকে নূরানী বানানোর জন্য এবং আল্লাহ পাকের মারিফাত অর্জন করার পদ্ধতি জানানোর জন্য লিখেছেন এবং সেই কিতাবেই তিনি এই জীবনের আদবগুলো বর্ণনা করেছেন। এর থেকে বোঝা যায় যে, এই আদবগুলো কত গুরুত্বপূর্ণ! এগুলোর উপর আমল করার বরকতে অন্তর পবিত্র হয়, বাতিন উজ্জ্বল হয়, অন্তরে ঈমানের নূর প্রবেশ করে এবং আলো ছড়ায়।আমাদের উচিত এই আদবগুলোর গুরুত্ব বোঝা, আল্লাহ পাকের পবিত্র দরবারের আদব রক্ষা করা, নিজের সত্তার আদবেরও খেয়াল রাখা, মুসলমানদের আদব করা, বন্ধুদের আদব করা, খাওয়া-দাওয়া, চলাফেরা ইত্যাদির আদবেরও খেয়াল রাখা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد