Data Hazoor Aur Adab Ki Taleem

Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem

প্রতি বেয়াদবি) তিনি আরও বলেন: মানুষের উচিত কম খাওয়া, যাতে শৌচাগারে বেশি যেতে না হয়একইভাবে পর্দার স্থানগুলো দেখবে না, কারণ এতে নির্লজ্জতা রয়েছে (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪৯৫)

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা আমাদের পবিত্র দ্বীন ইসলামের মহত্ত্ব যে, এতে আমাদের নিজেদের সত্তার আদবও শেখানো হয়েছে আমাদের উচিত এই আদবগুলো গ্রহণ করা, অন্যদেরও আদব করা এবং পাশাপাশি নিজের সত্তারও আদব করা আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন: যে নিজের আদব করে না, সে অন্যদেরও আদব করতে পারে না লোকেরা আমাদের বাহ্যিক চেহারা দেখে আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা লাভ করে যে লোকেরা তাদের স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদির খেয়াল রাখে না, তাদেরকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অলস মনে করা হয়

 

তাই আমাদের উচিত নিজেদের গুরুত্ব দেয়া, এমন কোনো পোশাক বা আচরণ গ্রহণ না করা, যাতে লোকেরা আমাদের থেকে বিরক্ত হয় বরং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখা আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক

اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم

 

(৩): জীবনের বিভিন্ন আদব

দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আদবের তৃতীয় প্রকার হলো: মানুষের সাথে মেলামেশা ওঠাবসার সময় তাদের আদবের খেয়াল রাখা