Book Name:Data Hazoor Aur Adab Ki Taleem
ó শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির আকাঙ্ক্ষায় থাকবে। ó দুনিয়ার কোনো জিনিসকে নিজের মালিকানা মনে করবে না। ó এই দৃঢ় বিশ্বাস রাখবে যে, সবকিছু আল্লাহ পাকের, তিনিই প্রকৃত মালিক। আমার কাছে যা কিছু আছে, তা আল্লাহ পাকেরই, তিনি তাঁর অনুগ্রহে আমাকে দান করেছেন। ó নিজের ইবাদত ও নেক আমলকে সবসময় নগন্য মনে করবে।
ó আত্ম-অহংকারের শিকার কখনোই হবে না।
হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বান্দা হওয়ার আদবের মধ্যে এটিও আছে যে, সে প্রকাশ্যে ও গোপনে (অর্থাৎ মানুষের সামনে এবং একাকীত্বে, সর্বাবস্থায়) আল্লাহ পাকের অবমাননা (অর্থাৎ গুনাহ এবং নাফরমানি) থেকে বেঁচে থাকবে। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা: ৪৯৩ )
বর্ণিত আছে যে, এক পীর সাহেব তার বয়স্ক মুরিদদের পরিবর্তে এক তরুণ মুরিদের প্রতি বেশি সম্মান প্রদর্শন করতেন। যা কিছু বয়স্ক মুরিদদের চোখে ভালো লাগতো না। অতএব এক মুরিদ তার কাছে এ বিষয়ে অভিযোগ করে আরয করল যে, আপনি এই তরুণকে আমাদের মতো বয়স্ক এবং অভিজ্ঞ মুরিদদের উপর এত প্রাধান্য কেন দেন? তখন পীর সাহেব বললেন: আমার এই মুরিদ আদব এবং বুদ্ধিতে তোমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত, যার কারণে আমি তাকে খুব ভালোবাসি এবং এর প্রমাণ আমি তোমাদের এখনই দিয়ে দেবো, যাতে তোমরা জানতে পারো যে, তার মধ্যে কোন গুণ আছে। তারপর পীর সাহেব কিছু পাখি আনালেন এবং তার সকল মুরিদকে একটি করে পাখি এবং একটি করে ছুরি দিয়ে বললেন: এই পাখিকে এমন জায়গায় জবাই করে নিয়ে